ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে হত্যার পরিকল্পনার অভিযোগে চার সেনা কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অন্যজন পুলিশ কর্মকর্তা। ২০২২ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে লুলা দা সিলভাকে তারা হত্যার পরিকল্পনা করেন বলে সন্দেহ করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুক্ষণ আগে লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে হত্যার পরিকল্পনার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে ব্রাজিলের পুলিশ।
মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন সেনা এবং একজন পুলিশ কর্মকর্তা বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রেসিডেন্টের অভিষেকের ঠিক দুই সপ্তাহ আগে ২০২২ সালের ১৫ ডিসেম্বর নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা এবং তার ভাইস-প্রেসিডেন্ট রানিং-মেট জেরাল্ডো অ্যালকমিনকে হত্যা করার ষড়যন্ত্রের অংশ ছিল বলে অভিযোগ করা হয়েছে।
২০২২ সালের অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি সেসময় ক্ষমতাসীন জাইর বলসোনারোকে অল্প ব্যবধানে পরাজিত করেন। যদিও বলসোনারো কখনোই প্রকাশ্যে তার পরাজয় স্বীকার করেননি।
প্রেসিডেন্ট হিসেবে লুলা শপথ নেওয়ার এক সপ্তাহ পরে বলসোনারোর সমর্থকরা ব্রাজিলের কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায় এবং ভবনগুলোতে ভাঙচুর করে। পুলিশ শেষ পর্যন্ত দাঙ্গাকারীদের সেসব ভবন থেকে হটিয়ে দেয় এবং কয়েক হাজার দাঙ্গাকারীকে আটক করে।
২০২৩ সালের ৮ জানুয়ারির এসব ঘটনার তদন্তের পাশাপাশি প্রেসিডেন্ট লুলাকে শপথ নেওয়া থেকে আটকানোর আগের কথিত নানা প্রচেষ্টার বিষয়ে বর্তমানে ব্রাজিলে তদন্ত চলছে। তবে লুলাকে হত্যার অভিযোগ এই প্রথম প্রকাশ করল পুলিশ।