ঢাকা | বঙ্গাব্দ

মস্কো-ওয়াশিংটন হটলাইন আর কাজ করবে না

রাশিয়ার রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো-ওয়াশিংটন হটলাইন আর কাজ করবে না।
  • | ২০ নভেম্বর, ২০২৪
মস্কো-ওয়াশিংটন হটলাইন আর কাজ করবে না দিমিত্রি পেসকভ

সাবেক সোভিয়েত ইউনিয়নের যুগে শীতল যুদ্ধের আবহে যুক্তরাষ্টের সঙ্গে দূরত্ব ঘোচাতে ১৯৬২ সালে চালু হয় মস্কো-ওয়াশিংটন হটলাইন। যার মাধ্যমে দুই দেশের প্রেসিডেন্ট সরাসরি কথা বলতে পারতেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে দূর-পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমোতি দেওয়ার পর আবারো দূরত্ব বেড়েছে দুই পরাশত্তি সম্পন্ন দেশের। সেই প্রেক্ষিতে রাশিয়ার রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো-ওয়াশিংটন হটলাইন আর কাজ করবে না। খবর রুশ বার্তাসংস্থা তাসের।


১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন প্রেসিডেন্টর জন্য তৈরি করা মস্কো-ওয়াশিংটন হটলাইন। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যুতে যোগাযোগের এই চ্যানেলটি এখন পর্যন্ত সক্রিয় আছে কিনা জিজ্ঞাসা করা হলে রাশিয়ার রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ উত্তরে বলেন, না। আমাদের কাছে এখন দুই রাষ্ট্রপতির জন্য একটি বিশেষ সুরক্ষিত যোগাযোগের চ্যানেল রয়েছে। তাছাড়া, বিকল্প হিসেবে প্রয়োজনে ভিডিও কনফারেন্সেও তারা কথা বলতে পারবেন।


পেসকভ আরো বলেন, ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মস্কো-ওয়াশিংটন হটলাইনটির মাধ্যমে সর্বশেষ ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি কথা বলেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মধ্যে জরুরি আলোচনার জন্য কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পরে ওয়াশিংটন-মস্কো হটলাইন চালু করা হয়। এটি ১৯৬৩ সালের ৩০ আগস্ট থেকে কাজ করা শুরু করে।


স্নায়ুযুদ্ধের সময়, লাইনটি জরুরি অবস্থায় সঠিকভাবে ব্যবহার করা হয়, কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে- রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন প্রয়োজন, তখনই সরাসরি ফোনে যোগাযোগ করতে পেরেছেন।