ঢাকা | বঙ্গাব্দ

ম্যানসিটিতেই থাকছেন গার্দিওলা

বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটিতে আরো এক বছর থাকছেন পেপ গার্দিওলা।
  • | ২০ নভেম্বর, ২০২৪
ম্যানসিটিতেই থাকছেন গার্দিওলা ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তি করছেন পেপ গার্দিওলা।

বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটিতে আরো এক বছর থাকছেন পেপ গার্দিওলা। তার সঙ্গে চুক্তি নবায়ন করেতে যাচ্ছে ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ম্যানচেস্টার সিটি ক্লাব কর্তৃপক্ষ। তবে সংবাদমাধ্যমের তথ্য বলছে, সিটিজেনদের কোচ হিসেবে আরও এক মৌসুম ডাগআউটে থাকতে সম্মত হয়েছেন এই স্প্যানিশ কোচ। সেই সঙ্গে গার্দিওলার ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার গুঞ্জনও উড়িয়ে দিয়েছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।

ধুঁকতে থাকা ব্রাজিলের হাল ধরবেন রোনালদো নাজারিও এবং পেপ গার্দিওলা। জাতীয় দলে ছন্নছাড়া ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়াদের পরবর্তী গুরুর দায়িত্ব নেবেন পেপ। ট্রেবল জয়ী এই কোচের হাত ধরেই আসবে ব্রাজিলের পরম আরাধ্যের বিশ্বকাপের হেক্সা শিরোপা। সেলেসাওরাও ফিরবে তাদের পুরনো রূপে। ব্রাজিলিয়ানরা এমন স্বপ্ন দেখতে শুরু করেছিল ফেনোমেনন খ্যাত রোনালদো নাজারিও'র এক ইচ্ছার কথা প্রকাশ্যে আশায়। সম্প্রতি ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপি জোয়ের নায়ক এই কিংবদন্তি ব্রাজিলের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। যা হতে পারলে কোচ হিসেবে গার্দিওলাকে নিয়ে যাওয়ার ইচ্ছার কথাও বলেন তিনি।

কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণের পথে বাধা এই স্প্যানিশ কোচের বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি। এমন খবরই প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। চলতি মৌসুম শেষে গার্দিওলার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে সিটির। ইংলিশ ক্লাবটির সঙ্গে নয় মৌসুম কাটানো গার্দিওলা এ মৌসুমের শুরুতেই ইঙ্গিত দেন ইংল্যান্ডে আর থাকছেন না তিনি। খোলাসা করে কিছু না বললেও নতুন চ্যালেঞ্জ নিতে পরিবর্তন করতে চেয়েছেন গন্তব্য। যদিও ক্লাব ছাড়ার বিষয়ে অফিসিয়ালি সিটি কিংবা গণমাধ্যমে কিছুই জানাননি তিনি।

তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পেপ। সিটিজেনদের সঙ্গে আরো এক বছরের চুক্তি নবায়ন করতে যাচ্ছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। নতুন চুক্তি অনুযায়ী পেপ চাইলে সিটিতে থাকতে পারবেন দু'বছর। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইংলিশ ক্লাবটি। তবে দু'পক্ষই চুক্তির বিষয়ে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছে ইংলিশ মিডিয়াগুলো। দ্রুতই আসতে পারে ঘোষণা।

২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন এই কোচ। এরপর তার অধীনে ক্লাবটি গড়েছে একের পর এক রেকর্ড। ছয় প্রিমিয়ার লিগ শিরোপা সহ সিটির হয়ে জিতেছেন ১৮টি শিরোপা। তার অধীনে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতেছে ম্যান সিটি।

প্রথম দল হিসেবে টানা চারবার সিটিকে জিতেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। ১ মৌসুমে ১০০ পয়েন্ট নিয়ে লিগ জেতার কৃতিত্বও গড়েছেন এই স্প্যানিশ কোচ।

যদিও চলতি মৌসুমটা সিটির হয়ে খুব একটা ভালো কাটছে না তার। টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে ইপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে তার ক্লাব। ক্যারিয়ারে প্রথমবারের মতো সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ হেরেছেন তিনি। কোচ হিসেবে কখনো এতো বাজে সময় পার করেননি এই স্প্যানিশ কোচ। এমন সময়েই সামনে এলো নতুন করে চুক্তি নবায়নের খবর। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা শুধু।