পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একাধিক মাইক্রোবাস লক্ষ্য করে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত খাইবার পাখতুনখোয়া একটি উপজাতি অধ্যুসিত অঞ্চল। এই অঞ্চলের লোয়ার কুররম জেলায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) বন্দুক হামলার ঘটে। জেলার উচেত এলাকায় কয়েকটি যাত্রীবাহী মাইক্রোবাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা।
হামলার বিষয়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরী জানিয়েছেন, হামলায় এখন পর্যন্ত ৩৮ জন নিহত ও ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এই ঘটনাকে ‘বড় ট্রাজেডি’ উল্লেখ করে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
জিয়ারাত হুসেন নামে স্থানীয় এক বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেছেন, সেখানে যাত্রীবাহী পরিবাহনের দুটি বহর ছিল। একটা পেশোয়ার থেকে পারাচিনার এবং অন্যটি পারাচিনার থেকে পেশোয়ারে যাচ্ছিল। হাঠাৎ সশস্ত্র ব্যক্তিরা পরিবহনের ওপর গুলি চালায়।
উল্লেখ্য, আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতীয় এই এলাকায় জমির দখল নিয়ে শিয়া ও সুন্নিদের মধ্যে কয়েক দশক ধরে দ্বন্দ্ব চলে আসছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।