ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে: পুতিন

পুতিন আরও হুঁশিয়ারি দেন, এ ধরনের অস্ত্র দিয়ে ভবিষ্যতে হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে।
  • | ২২ নভেম্বর, ২০২৪
ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে: পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ এখন একটি বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান। পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইউক্রেনকে তাদের অস্ত্র সরবরাহ করে রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ করার অনুমতি দেওয়ার পর, এই যুদ্ধ এখন আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়েছে।


পুতিন পশ্চিমা দেশগুলিকে সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া পাল্টা আঘাত করার প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর উপর নতুন ধরনের হাইপারসনিক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে করা হয়েছে। এছাড়া, পুতিন আরও হুঁশিয়ারি দেন, এ ধরনের অস্ত্র দিয়ে ভবিষ্যতে হামলা চালানোর আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে।


পুতিন জানান, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমোদন পাওয়ার পর ১৯ নভেম্বর ইউক্রেন মার্কিন-নির্মিত ছয়টি এটিএসএমএস ক্ষেপণাস্ত্র এবং ২১ নভেম্বর ব্রিটিশ স্টর্ম শ্যাডো মিসাইল দিয়ে রাশিয়ায় আক্রমণ চালিয়েছে।


পুতিন আরও বলেন, ‘এই আক্রমণের পর, ইউক্রেনের আঞ্চলিক সংঘাত যা পূর্বে পশ্চিমা বিশ্ব উস্কে দিয়েছে, এখন তা বৈশ্বিক সংঘাতে পরিণত হয়েছে।’ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই সংঘাতের জন্য দায়ী করেন। রাশিয়া ইউক্রেনের ডিনিপ্রো শহরের ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা প্রকল্প লক্ষ্য করে নতুন ধরনের হাইপারসনিক নন-পারমাণবিক ব্যালিস্টিক পরীক্ষা চালিয়েছে, যা 'ওরেশনিক' নামে পরিচিত। পুতিন দাবি করেছেন, এই হামলা সফল হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।