ঢাকা | বঙ্গাব্দ

মায়ামির নতুন কোচের ভূমিকায় মাশ্চেরানো

মেসির ক্লাব ইন্টার মায়ামির নতুন কোচ হতে চলেছেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
  • | ২২ নভেম্বর, ২০২৪
মায়ামির নতুন কোচের ভূমিকায় মাশ্চেরানো মায়ামির নতুন কোচের ভূমিকায় মাশ্চেরানো।

নিজের কোচিং ক্যারিয়ারে লিওনেল মেসিকে পাওয়ার আগ্রহ আগেই জানিয়েছিলেন হ্যাভিয়ের মাশ্চেরানো। পেতে চেয়েছিলেন অনূর্ধ্ব-২৩ স্কোয়াডে প্যারিস অলিম্পিকের আর্জেন্টিনা দলে। কিন্তু মৌসুমের লম্বা সূচি বিবেচনায় সেই দলে ছিলেন না মেসি। 


তবে একসময়ের সতীর্থ লিও মেসিকে কোচিং করানোর স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে মাশ্চেরানোর। মেসির ক্লাব ইন্টার মায়ামির নতুন কোচ হতে চলেছেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার। 


জেরার্দো টাটা মার্টিনো ইন্টার মায়ামির দায়িত্ব ছাড়ার পর দলটির সম্ভাব্য কোচের তালিকায় জাভি হার্নান্দেজের নাম শোনা যাচ্ছিল। সঙ্গে ছিল জ্যাভিয়ের মাশ্চেরানোর নামটা। সমীকরণ বদল হলো আজ। দল-বদলের বিখ্যাত ও বিশ্বস্ত সূত্র ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো আজ এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন জাভি নয়, মাশ্চেরানোই হতে যাচ্ছেন মায়ামির পরবর্তী কোচ।


রোমানো মূলত আরেক সাংবাদিক সিজার মারলোর রিপোর্টের বরাত দিয়ে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর্জেন্টিনা জাতীয় দলে এক সময় লিওনেল মেসির সতীর্থ ছিলেন মাশ্চেরানো। মেসি ও মাশ্চেরানো একসঙ্গে খেলেছে বার্সেলোনাতেও।


সেই সূত্রে আরও দুই সাবেক সতীর্থকেও কোচিং করাতে যাচ্ছেন মাশ্চেরানো। বার্সেলোনার দিনগুলোতে যে খেলেছিলেন সার্জিও বুসকেতস আর জর্দি আলবার সঙ্গেই।


মাশ্চেরানো বর্তমানে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে আছেন। মায়ামির সঙ্গে কত বছরের চুক্তি হবে মাশ্চেরানোর আর আর্জেন্টিনার যুব দলের দায়িত্ব কবে ছাড়বেন, সেই বিষয়েই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।