ঢাকা | বঙ্গাব্দ

ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা

ম্যানচেস্টার সিটিতেই থাকছেন পেপ গাার্দিওলা। নতুন করে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন আরও দুই বছরের জন্য।
  • | ২৩ নভেম্বর, ২০২৪
ম্যানসিটিতে আরও ২ বছর থাকছেন পেপ গার্দিওলা গার্দিওলা ২০২৭ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকছেন।

ম্যানচেস্টার সিটিতেই থাকছেন পেপ গাার্দিওলা। নতুন করে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন আরও দুই বছরের জন্য। ফলে তার সিটিতে থাকার বিষয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা আপাতত নেই। তবে গার্দিওলার এই চুক্তিতে মন খারাপ হয়েছে ব্রাজিল ফুটবল ভক্তদের। অনেকেই দরিভাল জুনিয়রের জায়গায় দেখেছিলেন এই স্প্যানিশ কোচকে।


ভবিষ্যৎ নিয়ে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষকে নিজেই ধোঁয়াশায় রেখেছিলেন পেপ গার্দিওলা। সম্প্রতি প্রথম বারের মতো টানা চার ম্যাচ হারের তিক্ততায় অনেকেই সিটিতে তার শেষে দেখে ফেলেছিলেন। তবে সবাইকে অবাক করে আবারো নতুন চুক্তি স্প্যানিশ মাস্টার মাইন্ডের। ইংল্যান্ডে তিনি থাকছেন ২০২৭ সাল পর্যন্ত।


প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে গার্দিওলার নতুন চুক্তি দুই মৌসুমের। আগের কন্ট্রাক্ট শেষ হবে চলতি মৌসুম শেষে। তার মানে দাঁড়ায় ম্যানচেস্টার সিটির দায়িত্বে দশক পূর্ণ করতে চলেছেন তিনি। যদিও ক্যারিয়ারে চূড়ান্ত সফলতা পাওয়া পেপের ফুটবল ক্লাব বার্সেলোনায় ক্যারিয়ার ছিল মাত্র চার বছরের।


ম্যানচেস্টার সিটিতে অনন্য সফলতা পেপ গার্দিওলার। ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ক্লাব হিসেবে ইপিএল, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ট্রেবল জয়ের রেকর্ড তার দখলে। এছাড়াও ইংল্যান্ডের একমাত্র ক্লাব হিসেবে ম্যানসিটিকে টানা চারটি প্রিমিয়ার লিগ জিতিয়েছেন তিনি। যার একটিতে আছে ১০০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করার রেকর্ড।


সর্বমোট ১৮টি শিরোপা সিটিজেনদের উপহার দিতে পেরেছেন স্প্যানিশ কোচ। তার চেয়েও বড় কথা গার্দিওলা যুগে নিজেদের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করে ম্যানচেস্টার সিটি। বিশ্লেষকরা মনে করছেন এই ক্লাবটির জন্য আরো সফলতা পাওয়ার টানেই চুক্তি নবায়ন করেছেন পেপ।


চুক্তি করে গার্দিওলা বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে এটা ছেড়ে যাওয়ার উপযুক্ত সময় নয়। এমনকি টানা চার হারের পরও না। আমাদের এখন এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে। আমি সেই জন্যই এখানে আছি। এটা আমার কোন দাম্ভিকতা নয়, বরং বাস্তবতা। আশা করছি দ্রুতই ভালো সময়ে ফিরবে ম্যানচেস্টার সিটি।’