ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গতকাল মঙ্গলবার (৭ মে) অনুষ্ঠিত হয়েছে। এই ধাপে আগের দুই ধাপের তুলনায় ভোটের হার সামান্য বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে দুই ধাপে কম ভোটার উপস্থিতির যে অস্বস্তি ক্ষমতাসীন বিজেপির মধ্যে ছিল তা কাটেনি। এভাবে বাকি ধাপগুলোতেও ভোটার উপস্থিতি কম থাকলে বিজেপির ৪০০ আসন পার হওয়ার স্বপ্ন তো অধরা থাকবেই, টানা তৃতীয়বার ক্ষমতায় যাওয়ার স্বপ্নও ফিকে হয়ে যেতে পারে।
মঙ্গলবার ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৩টি আসনে নির্বাচন হয়। এই দফায় ৬৪ দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ১৯ এপ্রিল ও ২৬ এপ্রিল দুই দফায় ১৯০টি লোকসভা আসনে ভোটগ্রহণ হয়। সেই দুই দফায় ভোটার উপস্থিতির হার কম থাকায় অস্বস্তিতে পড়ে বিজেপি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, তৃতীয় দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে আসামে ৭৪ দশমিক ৮৬ শতাংশ। এ ছাড়া গোয়ায় ৭২ দশমিক ৫২ ও পশ্চিমবঙ্গে ৭৩ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়েছে। তবে বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক ও গুজরাটে ভোটের হার ছিল অনেক কম। এগুলোতে যথাক্রমে ৫৬, ৫৩, ৫৪ ও ৫৫ শতাংশ ভোট পড়েছে। এসব রাজ্যে ভোট কম পড়ায় দুশ্চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে ক্ষমতাসীন দলের নেতাদের কপালে।
এনডিটিভি অনলাইন জানায়, এ দফার ভোটে কর্ণাটকে বড় ধাক্কা খেতে পারে বিজেপি। সেখানে দলটি জোটসঙ্গী জনতা দল সেক্যুলারের নেতা প্রজোয়াল রাবান্নাকে নিয়ে বিব্রত অবস্থায় পড়েছে। তার বিরুদ্ধে কয়েকশ নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠেছে। এক সমাবেশে রাবান্নার পক্ষে ভোট চেয়েছিলেন নরেন্দ্র মোদি। তবে কেলেঙ্কারি প্রকাশ পাওয়ায় বিজেপি দলটির সঙ্গে দূরত্ব তৈরি করে। এদিকে মহারাষ্ট্রে শারদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের বিরোধিতায় বিজেপি চাপে রয়েছে।
আনন্দবাজারের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী নিজে ভোট দিয়ে আবেদন জানালেও তার নিজের রাজ্য গুজরাতে ভোটের হার ছিল যথেষ্ট কম। দিনের শেষে গুজরাতে ভোট পড়েছে ৫৮.৯৮ শতাংশ। বিজেপি সূত্রের বক্তব্য, গুজরাতে বড় মাপের রদবদল হওয়ার সম্ভাবনা কম। সুতরাং ভোট কম পড়লেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বরং উত্তরপ্রদেশের পরিসংখ্যান প্রথম দুটি পর্বের মতোই বিজেপিকে অস্বস্তিতে রেখেছে।
তৃতীয় ধাপের ভোট শান্তিপূর্ণ হলেও বিরোধীরা নানা অভিযোগ করেছেন। টাইমস অব ইন্ডিয়া জানায়, পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতা হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশে কয়েকটি কেন্দ্রে ভোট বয়কটও হয়েছে। সেখানে ইন্ডিয়া জোটের শরিক ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বিজেপি কর্মীদের বিরুদ্ধে বুথ লুটের চেষ্টার অভিযোগ তুলেছেন।
সূত্র: আনন্দবাজার