ঢাকা | বঙ্গাব্দ

পাইরেসির শিকার শাকিবের ‘দরদ’

সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে অর্থাৎ ‘দরদ’ এখন অনলাইনে দেখা যাচ্ছে। বিভিন্ন সিনেমা সাইটের পাশাপাশি এখন ইউটিউবেও দেখা যাচ্ছে সিনেমাটি।
  • | ২৩ নভেম্বর, ২০২৪
পাইরেসির শিকার শাকিবের ‘দরদ’ অনলাইনে ফাঁস শাকিবের ‘দরদ’

কিছুদিন আগেই দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’। মুক্তির প্রথম দিন থেকেই দর্শক সাড়া পেতে শুরু করেছিল সিনেমাটি। কিন্তু এরমধ্যেই ঘটলো বিপত্তি।

সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে অর্থাৎ ‘দরদ’ এখন অনলাইনে দেখা যাচ্ছে। বিভিন্ন সিনেমা সাইটের পাশাপাশি এখন ইউটিউবেও দেখা যাচ্ছে সিনেমাটি।

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডে মুক্তি পেয়েছে ‘দরদ’। মুক্তির দ্বিতীয় সপ্তাহ চলছে যুক্তরাষ্ট্রে।

২৯ নভেম্বর থেকে ছবিটি ভারতে মুক্তি পাবে—এর মধ্যে পাইরেসির খবর অশনিসংকেত বলে মনে করছেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক। পরিচালক জানালেন, তিনি অন্তর্জালে ছড়িয়ে পড়া ‘দরদ’-এর সব কপি সরাতে পেরেছেন। শুক্রবার বিকেল পর্যন্ত ২২ হাজার ৩৩ আইডি থেকে পাইরেসি হওয়া সিনেমাটি সরানো গেছে।

সম্প্রতি অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সিনেমার প্রযোজক ও কলাকুশলীদের কাছে। বলিউড কিংবা হলিউডেও এ প্রবণতা রয়েছে যা ছবির আয়ে প্রভাব ফেলে। এর আগে বিগ বাজেটের ছবি ‘পাঠান’, ‘টাইগার থ্রি’, ‘সালার’ও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল।

শুধু তাই নয়, এমন পরিস্থিতির মুখে পড়েছিল দেশি বেশ কিছু সিনেমা। এরমধ্যে রয়েছে ‘তুফান’, ‘রাজকুমার’, ‘সুড়ঙ্গ’।