ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল। অতিরিক্ত ঠান্ডায় দেশটিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট তুষারে ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বাড়িঘরের ওপরেও তুষারের পুরু আস্তরণ পড়ে গেছে। একাধিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমও হুমকিতে পড়েছে। এরইমধ্যে নিউক্যাসলের রানওয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইংল্যান্ডের উত্তরাঞ্চলের শহর নর্দাম্বারল্যান্ডের প্রধান সড়কগুলোতে জমে গেছে বরফের স্তর। এতে বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে চলাচল করছে গাড়ি। রাস্তা থেকে তুষার সরাতে ব্যবহার করা হচ্ছে স্নোপ্লাও নামে বিশেষ ধরনের যান। প্রবল তুষারপাত ও ঝড়ে দৃষ্টিসীমা কমে আসায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এছাড়া নর্দাম্বারল্যান্ডের গ্রামীণ এলাকাও ঢাকা পড়েছে বরফে। এতে দৈনন্দিন কাজ সারতে সমস্যায় পড়ছেন গ্রামবাসী। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। ৪২ বছর বয়সী এক বাসিন্দা বলেন, তুষারঝড়ে তিনি ও তার পরিবার কোথাও বোরোতে পারছেন না। তারা বাড়িতে আটকে পড়েছেন। পরিবেশ ভয়াবহ হিমশীতল।
নিউক্যাসলের বিমানবন্দর তুষারে ঢেকে যাওয়ায় রানওয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে দেরিতে ছেড়েছে বহু ফ্লাইট, বাতিলও হয়েছে অনেকগুলো। এতে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। এছাড়া তুষারপাতের সঙ্গে তীব্র বাতাস থাকায় কয়েকটি রেলপথ ও সড়ক আংশিক বন্ধ রাখা হয়েছে। আরও কয়েকদিন এমন অবস্থা অব্যাহত থাকতে পারে বলে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে।