কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ কয়েকটি ট্রলারের ২৬ মাঝি মাল্লাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত অর্ধশতাধিক।
বুধবার বঙ্গোপসাগরের কুতুবদিয়া থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে বেশিরভাগই লবণ বোঝাই ট্রলারে মাঝি মাল্লা ও শ্রমিক। কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার শাহেদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, মহেশখালীর কুতুবদিয়া থেকে লবণ বোঝাই করে চট্টগ্রামে আসার পথে বঙ্গোপসাগরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে কয়েকটি ট্রলার। এসময় ঝড়ের তাণ্ডবে কয়েকটি ট্রলার উল্টে যায়।
তারা ট্রলারের বিভিন্ন অংশ ধরে সাগরে ভাসতে থাকলে কোস্ট গার্ড তাদের উদ্ধার করে এবং চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ে আসে।
এদিকে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত অর্ধশতাধিক মাঝি মাল্লা। তাদের উদ্ধারে সর্বত্র চেষ্টা চালাচ্ছেন কোস্ট গার্ড।