মধ্য ইউরোপের স্থলবেষ্টিত দেশ স্লোভাকিয়ায় একদিনে এক হাজার ১০০টিরও বেশি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ব্যাংক ও স্কুলের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে এই হামলার হুমকি দেওয়া হয়।
এই ঘটনায় দেশজুড়ে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। এছাড়া হুমকির বিষয়ে তদন্তও শুরু করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশে স্নিফার কুকুর ও বোম নিষ্ক্রিয় বিশেষজ্ঞদের নিয়ে বারবার ডাকা হয়েছে। জনসাধারণকে নিরাপদে সরিয়ে নিতে সতর্কতা দেওয়া হয়। কর্মকর্তারা বলেছেন, হুমকিগুলো তারা ‘সন্ত্রাসী হামলার মতো বিশেষ গুরুতর অপরাধ’ হিসেবে বিবেচনা করছেন।
একজন অজ্ঞাত প্রেরকের কাছ থেকে ইমেইলগুলো ভোর ৫টায় আসতে শুরু করে। তাতে বলা হয়, দেশের আটটি অঞ্চলের শত শত স্কুলে বিস্ফোরক মজুত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্লোভাকিয়ায় মঙ্গলবার স্কুল ও ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এক হাজার ১০০টিরও বেশি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। মূলত ইমেইলে করে এসব হুমকি দেওয়া হয় এবং এতে দেশজুড়ে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।
হুমকির ঘটনায় তদন্ত শুরুর ঘোষণাও দিয়েছে পুলিশ। পুলিশের ডেপুটি চিফ রাস্তিসলাভ পোলাকোভিচ বলেছেন, ‘সন্ত্রাসী হামলার মতো বিশেষ গুরুতর অপরাধ হিসেবে এই ঘটনার তদন্ত করা হচ্ছে।’
রাস্তিসলাভ পোলাকোভিচ বলেন, ‘মঙ্গলবার ভোর পাঁচটা বা ছয়টা থেকে স্কুলগুলোতে ইমেইল আসতে শুরু করে। এর মধ্যে বোমা হামলার প্রায় ১ হাজার হুমকি স্কুলগুলোতে এসেছে এবং ১০০টিরও বেশি ব্যাংক এই ধরনের হুমকি পেয়েছে।’
দেশটির পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে লিখেছে, ‘পুলিশ সম্পূর্ণ গতিতে কাজ করছে, স্কুলগুলোর নিরাপত্তা পরীক্ষা করছে এবং অপরাধীকে শনাক্ত করতে কাজ করছে।’
এএফপি বলছে, অপরাধীদের সম্ভাব্য যাবজ্জীবন কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।
ব্রাতিস্লাভা স্ব-শাসিত অঞ্চলের মুখপাত্র লুসিয়া ফরম্যান এএফপিকে বলেছেন, দেশটি পরিচালিত কয়েক ডজন স্কুলে বোমা হামলার হুমকি নথিভুক্ত করেছে।
তিনি বলেন, ‘আমরা সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি, শিশুদের সরিয়ে নেওয়া হয়েছে এবং পুলিশ এখন বিষয়টি দেখছে।’
হুমকির মধ্যে কী রয়েছে তা নির্দিষ্ট করেনি কর্মকর্তারা। তবে টিভি রিপোর্ট অনুযায়ী, সেগুলো স্লোভাক ভাষায় লেখা ছিল, যা একটি রাশিয়ান ইমেইল থেকে পাঠানো হয়েছে। এতে লেখক জানিয়েছেন, যারা ‘ইসলামের শত্রু’ তারাই লক্ষ্য।
বিশেষজ্ঞ দল সতর্কতাগুলো তদন্ত করার জন্য ক্লাস স্থগিত করা হয়। বেশিরভাগ হুমকি স্কুলে পাঠানো হয়। কিন্তু দেশটির পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেছে যে, অন্তত ১১০ টি ব্যাংক এবং ৪০টি বৈদ্যুতিক দোকানও বোমা হামলার হুমকি পেয়েছে।
এ ঘটনায় নিবিড়ভাবে কাজ করছে পুলিশ। তারা বলছে, নিরাপত্তা পরিষেবাগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে হুমকির পেছনে যারা রয়েছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে ব্রাতিস্লাভা অঞ্চলে ১২০টিরও বেশি স্কুলে একইরকম ইমেল আসে।