রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারের দেশ-বিরোধী কর্মকান্ডের অভিযোগ এনে প্রতিবাদ এবং জেয়াফত অনুষ্ঠান করেছে আলেম ওলামা এবং তাওহীদি জনতা।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর জিরোপয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসের সামনে মানববন্ধন করে এবং প্রথম আলোর রাজশাহী অফিসের সামনে থেকে সাইনবোর্ড খুলে নিয়ে ভাংচুর করে পুড়িয়ে দেয়। এরপর আবার বিক্ষোভ মিছিল নিয়ে আলুপট্টিতে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।