ঢাকা | বঙ্গাব্দ

ইহুদি ধর্মযাজক হত্যা, আমিরাতে গ্রেপ্তার ৩

বাহরাইন এবং মরক্কোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।
  • | ২৫ নভেম্বর, ২০২৪
ইহুদি ধর্মযাজক হত্যা, আমিরাতে গ্রেপ্তার ৩ জভি কোহান

সংযুক্ত আরব-আমিরাতের রাজধানী আবুধাবিতে জভি কোহান নামে নিখোঁজ এক ইহুদি রাব্বির (ধর্মযাজক) মরদেহ উদ্ধার করা হয়েছে। ইহুদি ধর্ম বিশেষজ্ঞ এই রাব্বিকে হত্যার জড়িত সন্দেহে আমিরাতের পুলিশ ৩ জনকে আটক করেছে। খবর জেরুজালেম পোস্টের। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ রাব্বি হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং শিগগিরই হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।


নিহত ওই রাব্বির পরিবারের দাবি, বৃহস্পতিবার থেকে নিখোঁজ তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে নিখোঁজ হওয়া ইসরায়েলি-মলদোভান জভি কোহানের মরদেহ আমিরাতের নিরাপত্তা সংস্থাগুলো উদ্ধার করেছে।


রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, এই হত্যাকাণ্ড সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে। একজন ইসরায়েলি নাগরিক হত্যার এই ঘটনা ইহুদি-বিরোধী সন্ত্রাসী হামলা। ইসরায়েল তার সব ক্ষমতা দিয়ে ঘাতকদের আইনের আওতায় আনবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না। কোগান কী ধরনের পরিস্থিতিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সে বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারাও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।


বাহরাইন এবং মরক্কোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।


নেতানিয়াহুর কার্যালয় বলেছে, বৃহস্পতিবার থেকে আমিরাতের দুবাইয়ে নিখোঁজ হন কোগান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এই ঘটনায় তদন্ত করছে। ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে।