মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ‘টিকটক’ এর পক্ষ থেকে। ‘টিকটক’ এর মূল মালিক (চীনা কোম্পানি) প্লাটফর্মটি দ্রুত চীনা নন এমন কারো কাছে বিক্রি না করলে যুক্তরাষ্ট্রে ‘টিকটক’ নিষিদ্ধ করার যে আইন করা হয়েছে তা চ্যালেঞ্জ করেই এই মামলা।
মঙ্গলবার (৭ মে) করা এই মামলায় দাবি করা হয়েছে, ‘টিকটক’ নিষিদ্ধ করার ফলে যুক্তরাষ্ট্রের ১৭ কোটি ব্যবহারকারীর বাক স্বাধীনতা গুরুতরভাবে খর্ব হবে।
এই মামলার কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বাক স্বাধীনতার ইস্যুটি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হতে হবে। জনপ্রিয় এই মাধ্যমটিকে নিষিদ্ধ করা হলে সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘিত হবে বলে মামলায় ‘টিকটক’ উল্লেখ করেছে।
মার্কিন প্রশাসনের আশংকা, টিকটকের মাধ্যমে মার্কিন নাগরিকদের গোপন তথ্য চীনাদের কাছে চলে যাচ্ছে। এ জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাট— দুই দল মিলেই ‘টিকটক’ নিষিদ্ধের বিলটি পাশ করে। গত ২৪ এপ্রিল প্রেসিডেন্ট বাইডেন সেখানে স্বাক্ষরের পরই তা বিধিতে পরিণত হয়েছে।
আর মাত্র ৯ মাস সময় রয়েছে টিকটকের মালিকানা চীনা নন এমন কারো কাছে হস্তান্তরের। অন্যথায় তা আপনাআপনি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে।