ঢাকা | বঙ্গাব্দ

ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলার ক্ষতি হিসাব করছে যুক্তরাষ্ট্র

ক্ষয়ক্ষতির অনুমান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মুখপাত্র বলেন, হামলার ক্ষতির বিষয়টা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়।
  • | ২৬ নভেম্বর, ২০২৪
ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলার ক্ষতি হিসাব করছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

ইউক্রেনে সম্প্রতি মাঝারি পাল্লার ওরেশনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এ ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে ইউক্রেন কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে তা এখনো মূল্যায়ন করতে পারেনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর। নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মার্কিন ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং। খবর তাসের।


ক্ষয়ক্ষতির অনুমান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মুখপাত্র বলেন, হামলার ক্ষতির বিষয়টা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা ইউক্রেনীয়দের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছি। তবে এখনই এ সম্পর্কে তথ্য দেওয়া মতো পর্যাপ্ত তথ্য আমাদের কাছে নেই। এ সময় তিনি সঠিক তথ্য পেতে ইউক্রেনের কাছে সাহায্য নিতে পরামর্শ দেন।


শুক্রবার (২২ নভেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়ে বলেছেন, অত্যাধুনিক যত রুশ ক্ষেপণাস্ত্র আছে, সেগুলোর পরীক্ষা ইউক্রেনে চালানো হবে। যেগুলো শব্দের চেয়ে ১০ গুণ দ্রুত গতিতে উড়ে যায়। নতুন ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো অত্যাধুনিক অনেক অস্ত্র ইউক্রেনে পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।


রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে নতুন এ মাঝারি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলার একদিন পরই পুতিন বলেন, ইউক্রেনকে মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ব্রিটিশ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার ফল ভোগ করতে হবে।


ইউক্রেনের নিপ্রো অঞ্চলে ওই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশে নতুন ধরনের আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুত আছে এবং সেগুলো ‘ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত’। পুতিন জোর দিয়ে বলেছেন, পশ্চিমাদের উস্কানিমূলক নীতির কারণে যদি সংঘাত বেড়ে যায়, তবে তার পরিণতি ভয়াবহ হতে পারে।