ঢাকা | বঙ্গাব্দ

ইসকন নিষিদ্ধের রিটে সরকারের অবস্থান জানতে চান হাইকোর্ট

ইসকন ইস্যুতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সে বিষয়েও নির্দেশনা দেন হাইকোর্ট।
  • | ২৭ নভেম্বর, ২০২৪
ইসকন নিষিদ্ধের রিটে সরকারের অবস্থান জানতে চান হাইকোর্ট হাই কোর্ট

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি জেনে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে ইসকনের ব্যাপারে সরকারের অবস্থান জানাতে বলেছেন হাইকোর্ট। আজ বুধবার (২৭ নভেম্বর) ইসকন নিষিদ্ধের আবেদনের শুনানিতে এ কথা বলেন উচ্চ আদালত। 


শুনানি শেষে এ কথা জানান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শুনানিতে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি জেনে আগামীকালের মধ্যে ইসকনের ব্যাপারে সরকারের অবস্থান জানাতে বলেছেন হাইকোর্ট। ইসকন ইস্যুতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সে বিষয়েও নির্দেশনা দেন হাইকোর্ট।


এছাড়া তিনি বলেন, ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। সরকার তাদের ব্যাপারে যাচাই-বাছাই শুরু করেছে।