চলতি বছরে ভারতের বিভিন্ন এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষ ৯৯৯টি বোমা হামলার হুমকি পেয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় ১০ গুণ বেশি বলে জানিয়েছেন ভারতের বেসামরিক বিমান চলাচলবিষয়ক উপমন্ত্রী মুরলীধর মহল। তিনি মঙ্গলবার (২৮ নভেম্বর) দেশটির পার্লামেন্টে এ তথ্য প্রকাশ করেন।
এ বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত হুমকির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে দেখা গেছে। বিশেষ করে অক্টোবরের শেষ দুই সপ্তাহে ৫০০-এর বেশি হুমকি এসেছে। এসব হুমকির পরেও তদন্তে দেখা গেছে, কোনো বাস্তব হুমকি ছিল না।
ভুয়া হুমকির কারণে একাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে, আবার কিছু ফ্লাইটের রুট পরিবর্তন করতে হয়েছে। উদাহরণস্বরূপ, অক্টোবরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটের জন্য সিঙ্গাপুর বিমানবাহিনী দুটি যুদ্ধবিমান পাঠায়। একই মাসে এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইট নয়াদিল্লি থেকে শিকাগো যাওয়ার সময় কানাডার একটি দুর্গম বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
বোমা হামলার হুমকি পেলে ভারতীয় বিমানবন্দরগুলো তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। বোমা নিষ্ক্রিয়করণ দল, শনাক্তকারী কুকুর, অ্যাম্বুলেন্স এবং পুলিশ মোতায়েন করা হয়। যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে আবার তল্লাশি চালানো হয়। এসব পদক্ষেপ ফ্লাইট চলাচলে বিলম্ব সৃষ্টি করে এবং এয়ারলাইনস ও নিরাপত্তা সংস্থাগুলোকে বড় আর্থিক ক্ষতির মুখে ফেলে।
ভারতীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে ১৫ কোটিরও বেশি যাত্রী উড়োজাহাজে ভ্রমণ করেছেন। প্রতিদিন ৩ হাজারেরও বেশি ফ্লাইট পরিচালিত হয় ১৫০টির বেশি বিমানবন্দরে, যার মধ্যে ৩৩টি আন্তর্জাতিক।
সরকার জানিয়েছে, ফ্লাইট নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে হুমকির ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার এবং ২৫৬টি অভিযোগ দায়ের করা হয়েছে।