একের পর এক ব্যর্থতা বার্সেলোনার শিবিরে। মৌসুমের শুরুতে দুর্দান্ত পারফর্ম করা হান্সি ফ্লিকের দল এখন টানা পয়েন্ট হারিয়ে বিপর্যস্ত। লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের পর সেল্টা ভিগোর সঙ্গে ড্র করে। এবার ঘরের মাঠ স্তাদিও অলিম্পিকোতে লিগ টেবিলের নিচের দিকের দল লাস পালমাসের কাছে ২-১ গোলের ব্যবধানে হারল কাতালানরা।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে উত্তেজনা বাড়ে। পালমাসের হয়ে ৪৯ মিনিটে সান্দ্রো রামিরেজ গোল করে দলকে এগিয়ে নেন। ২০১৪-২০১৬ মৌসুমে বার্সার হয়ে ১৭ ম্যাচে দুই গোল করেছিলেন এই সান্দ্রো। এবার সাবেক ক্লাবের বিপক্ষে গোলের সূচনা করেন তিনি। পিছিয়ে পড়া বার্সা ৬১ মিনিটে রাফিনহার গোলে ম্যাচে ফেরে। ৫ মিনিট পরই লা পালমাসকে এগিয়ে নেন ফ্যাবিও সিলভা। তাতেই গড়ে দেয় ম্যাচের ফল।
এই পরাজয় সত্ত্বেও, বার্সা এখনও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ৩৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে। তবে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ দুই ম্যাচ কম খেলেছে, যা তাদের জন্য শীর্ষে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করছে।
বার্সার জন্য ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন আরও কঠিন। লিগের পরবর্তী ম্যাচগুলোতে তারা কীভাবে নিজেদের সামলাবে, সেটাই এখন দেখার বিষয়।