অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। এসব ব্যাংকের মধ্যে চরম সংকটে পড়েছে সাতটি ব্যাংক। তারা না পারছে গ্রাহকদের টাকা দিতে, না পারছে গ্রাহকের আস্থায় ফিরতে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সংবাদ সম্মেলন করে ছয় ব্যাংককে সাড়ে ২২ হাজার কোটি টাকা দেওয়ার তথ্য জানান। প্রয়োজনে আরও টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন গভর্নর। তিনি বলেন, টাকা না ছাপানোর যে কথা তিনি বলেন, সেখান থেকে সাময়িক সময়ের জন্য সরে এসেছেন। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির যে ধারা ছিল, তা বজায় থাকবে।
এদিকে জানা গেছে, ব্যাংকগুলোর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে সাড়ে ৫ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক্সিম ব্যাংককে ৫ হাজার কোটি, সোশ্যাল ইসলামী ৪ হাজার কোটি ও ন্যাশনাল ব্যাংককে ৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আজ রোববার ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে ২ হাজার কোটি টাকা করে দেবে কেন্দ্রীয় ব্যাংক। আর বাংলাদেশ কমার্স ব্যাংকও বিশেষ ধার চাইলে তাতে রাজি হয়নি কেন্দ্রীয় ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে এক্সিম ছাড়া বাকি ব্যাংক ছিল এস আলমের নিয়ন্ত্রণে।
জানা গেছে, ১০ শতাংশ সুদে এ অর্থ দেওয়া হচ্ছে। ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকিতে থাকায় তাদের আশা শিগগিরই এসব ব্যাংক ঘুরে দাঁড়াবে। ব্যাংকগুলো থেকে ছয় মাস পর থেকে প্রতি প্রান্তিকে ১ হাজার কোটি টাকা করে ফেরত নেওয়া হবে। অবশ্য বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক চাইলে সময় বাড়াতে পারবে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, আস্থা বাড়ানোর জন্য আমানতকারীকে বোঝাতে হবে, যে কোনো অঙ্কের টাকা ফেরত দিতে এসব ব্যাংক সক্ষম।