ঢাকা | বঙ্গাব্দ

কেজরিওয়ালের ওপর ‘তরল’ নিক্ষেপ

দিল্লির মালভিয়া নগরে পদযাত্রায় কেজরিওয়াল তার সমর্থকদের সঙ্গে হাঁটার সময় এক ব্যক্তি তার ওপর তরল পদার্থ ছুঁড়ে মারে।
  • | ০১ ডিসেম্বর, ২০২৪
কেজরিওয়ালের ওপর ‘তরল’ নিক্ষেপ অরবিন্দ কেজরিওয়াল

ভারতের রাজধানী দিল্লিতে পদযাত্রার সময় আম আদমি পার্টির (আপ) প্রধান ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর এসিডের মতো দেখতে এক ধরনের তরল পদার্থ ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই তা ভাইরাল হয়েছে। এমনই এক ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা কর্মী এবং কেজরিওয়ালের সমর্থকরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে তাকে মারধর করেছেন। খবর এনডিটিভির।


ঘটনাটি শনিবার দক্ষিণ দিল্লির মালভিয়া নগরে ঘটেছে। সেখানে পদযাত্রায় কেজরিওয়াল তার সমর্থকদের সঙ্গে হাঁটার সময় এক ব্যক্তি তার ওপর তরল পদার্থ ছুঁড়ে মারে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। আম আদমি পার্টির (আপ) নেতা সৌরভ ভারদ্বাজ এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে বলেন, ‘দিল্লিতে আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। কেন্দ্র এবং স্বরাষ্ট্রমন্ত্রী কোনো দায়িত্বই পালন করছেন না’।


তবে তার অভিযোগ অস্বীকার করে বিজেপির মুখপাত্র প্রবীণ শংকর কাপুর উলটো কেজরিওয়ালের রাজনৈতিক কৌশল নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, কেজরিওয়াল তার পুরনো নাটক ফিরিয়ে এনেছেন। তার রাজনৈতিক কৌশল ব্যর্থ হওয়ার পর এখন তিনি পুরনো কৌশলগুলোর দিকে ফিরেছেন।


এ বিষয়ে আম আদমি পার্টি তাদের এক্স হ্যান্ডেলে দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে লিখেছে, ‘যদি দেশের রাজধানীতে একজন সাবেক মুখ্যমন্ত্রী নিরাপদ না হন, তবে সাধারণ মানুষের কী হবে? বিজেপির শাসনে দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে’। বিশেষজ্ঞদের মতে, কেজরিওয়ালের এই ঘটনা দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।