সাতক্ষীরায় বিএনপি নেতাকে পেটানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে শ্যামনগর উপজেলার মাইক্রোস্ট্যান্ডে। এ ব্যাপারে শনিবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী এই বিএনপি নেতা।
ভুক্তভোগী হামিদুল কবির বাবু শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আর অভিযুক্ত শেখ নাজমুল হক শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
ভুক্তভোগী কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল কবির বাবু জানান, তিনি এলাকার কিছু সামাজিক কার্যক্রমের মধ্যে সম্পৃক্ত হয়ে 'নিজ ফ্রেন্ডশিপ' (সুপীয় পানির প্লান্ট) এর মাধ্যমে সাশ্রয়ে বিশুদ্ধ পানি সরবরাহ করে এলাকার সাধারণ মানুষের সেবা করছেন তিনি।
সম্প্রতি শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক তার কাছে বিভিন্ন সময় চাঁদা চায়। গত বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যুবদল নেতা নাজমুল হক বিএনপি নেতা হামিদুল কবির বাবুকে ফোন করে শ্যামনগর সদরে মাইক্রোস্ট্যান্ডের হোসেন আলীর চায়ের দোকানে ডাকে। সেখানে প্রথমে তার কাছে দল এবং পোলাপান চালানোর কথা বলে পূর্ব দাবিকৃত ৫০ হাজার টাকা চাঁদা চায় শেখ নাজমুল হক। হামিদুল কবির চাঁদার টাকা দিতে অসম্মতি জানালে রাগান্বিত হয়ে তাকে এলোপাথাড়ি মারপিট শুরু করে এবং মারতে মারতে বলে শ্যামনগর উঠলে টাকা নিয়ে উঠতে হবে।
তিনি বলেন, আমি নিজেকে কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয় দেওয়ার পরেও নাজমুলের সঙ্গে থাকা উপজেলা যুবদলের সদস্য শেখ আলম সহ ১০-১৫ জন আমাকে দেশীয় অস্ত্র দিয়ে মারতে থাকে। পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করান।
এ বিষয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অভিযুক্ত শেখ হামিদুল কবির বাবু জানান, সঙ্গে ওয়াটার প্লান্ট নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বিবাদ চলছিল এ বিষয়টি জানা বোঝা করার জন্য হামিদুল কবির বাবুকে সেদিন ডাকা হয় তবে সেখানে কোন মারপিটের ঘটনা ঘটেনি। একই সাথে চাঁদা দাবি করা হয়নি।
শ্যামনগর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু জানান, বিষয়টি আমি জেনেছি তবে আমি দীর্ঘ ৭ দিন যাবত অসুস্থ থাকার কারণে এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ কিংবা খবরাখবর নিতে পারিনি।
শ্যামনগর উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল অহেদ জানান, গত ২৮ নভেম্বর শ্যামনগর বাসস্ট্যান্ডে বিএনপির নেতা হামিদুল কবির বাবুর মারপিটের বিষয়টি জেনেছি, ঘটনা সত্য। ঘটনার দিন রাতে বাবু আমার কাছে এসে মারপিটের বিষয়টি বলেন। তবে চাঁদা দাবির বিষয়টি জানা নেই।
তিনি আরও বলেন, লোকমারফতে জেনেছি স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বিএনপি নেতা হামিদুল কবির বাবুর ওয়াটার প্লান্ট সংশ্লিষ্ট একটি জটিলতা রয়েছে। সেখানে তৃতীয় পক্ষের কথা মতে যুবদল নেতা নাজমুল হক বাবুর সঙ্গে অসংগতিপূর্ণ ঘটনা ঘটিয়েছে।