ঢাকা | বঙ্গাব্দ

গুমের মামলায় গ্রেপ্তার সাবেক দুই র‍্যাব কর্মকর্তা

গুমের মামলায় এই প্রথম কাউকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হলো।
  • | ০২ ডিসেম্বর, ২০২৪
গুমের মামলায় গ্রেপ্তার সাবেক দুই র‍্যাব কর্মকর্তা র‍্যাবের সাবেক দুই কর্মকর্তা।

গুমের অভিযোগে র‍্যাব-২ এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়েছে। 


গুমের মামলায় এই প্রথম কাউকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হলো। সকাল ১১ টায় তাদের গাজীপুরের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তাদের। এসময় দুজনকেই হাসিখুশি থাকতে দেখা যায়। এর আগে গত ২৮ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন।দুজনই র‍্যাবের সাবেক কর্মকর্তা ছিলেন। তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও গুমের সময় সরাসরি নির্যাতনের অভিযোগ রয়েছে। 


প্রসিকিউশন বলছে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতেই ট্রাইব্যুনালে দুটি আবেদন করা হয়।

আবেদন দুটি মঞ্জুর করে সোমবার আদালত তাদের হাজির করতে নির্দেশ দেন। এর আগে প্রসিকিউশনের পক্ষ থেকে গুমের বিষয়ে একটি মামলা করা হয়। এ দুজনের একজনের নাম আলেপ উদ্দিন ও আরেকজনের নাম মহিউদ্দিন ফারুকী। 


গত ১৩ নভেম্বর রাতে বরিশাল মহানগর এলাকা থেকে আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করা হয় এবং একইদিন ভোরে রাঙামাটি জেলার কাউখালী এলাকা থেকে মহিউদ্দিন ফারুকীকে গ্রেপ্তার করা হয়।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় এ দুই কর্মকর্তা গ্রেপ্তার আছেন।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় জোবায়ের ওমর খান গুলিবিদ্ধ হন। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা করেন জোবায়েরের ভাই।


thebgbd.com/NIT