ঢাকা | বঙ্গাব্দ

এমবাপ্পে-বেলিংহামের গোলে রিয়ালের জয়

ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চড়াও হয় রিয়াল। তবে গোলের মুখ দেখতে তাদের অপেক্ষায় থাকতে ৩০ মিনিট পর্যন্ত।
  • | ০২ ডিসেম্বর, ২০২৪
এমবাপ্পে-বেলিংহামের গোলে রিয়ালের জয় সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিসের খেসারত দিতে হয়েছিলো ফরাসি তারকা এমবাপ্পেকে। রিয়াল সমর্থকরা রীতিমতো 'কাঠগড়ায়' দাঁড় করিয়েছিলেন তাকে। সেজন্যই হয়তো এবার এমবাপ্পেকে পেনাল্টি নিতে দেননি মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।


পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে স্পটকিক থেকে গোলের দেখা পেলেন জুড বেলিংহাম। পরে অবশ্য গোল করেছেন এমবাপ্পে নিজেও। আর তাতে ভর করে হেতাফেকে ২-০ গোলে জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা।


এদিকে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চড়াও হয় রিয়াল। তবে গোলের মুখ দেখতে তাদের অপেক্ষায় থাকতে ৩০ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে গোল করার সময় হেতাফের গোলরক্ষককে ধোঁকা দেন বেলিংহাম। পানেনকা কিকে পরাস্ত হয়ে গোলরক্ষক দাভিদ সুরিয়া ডান দিকে পড়ে যান। বল ধীরে ধীরে জালে জড়িয়ে যায়।

 


যদিও পেনাল্টি না নিতে পারার আক্ষেপটা কিছুক্ষণেই পুষিয়ে নেন এমবাপ্পে। বেলিংহামের পাসে বল বক্সে পেয়ে বাঁকানো শটে জালে জড়িয়ে দেন ফরাসি এই ফরোয়ার্ড। ২ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ রিয়াল।


বিরতির পর পেনাল্টির আবেদন করেছিলো রিয়াল। কিন্তু ভিএআর দেখে তা বাতিল করে দেন রেফারি। পরে ফেদে ভালভার্দের এক শট ঠেকিয়ে দেন হেতাফের গোলরক্ষক। এমবাপ্পেও সুযোগ মিস করেন। ড্রিবলিংয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে ফাঁকা পোস্টে বল জড়াতে পারেননি তিনি। পরে আরও দুইবার সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। তবে এতে তার দলের জয় পেতে কোনো সমস্যা হয়নি।


এই জয়ে ১৪ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৩৩ পয়েন্ট। অন্যদিকে বার্সেলোনা ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থানে আছেন। যদিও রিয়াল বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে। তিন নম্বর অবস্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ ১৫ ম্যাচে সংগ্রহ করেছেন ৩২ পয়েন্ট।


thebgbd.com/NIT