ঢাকা | বঙ্গাব্দ

সোহাগ পল্লী রিসোর্টের মালিকের সাড়ে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ

  • | ০২ ডিসেম্বর, ২০২৪
সোহাগ পল্লী রিসোর্টের মালিকের সাড়ে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ সংগৃহীত

সাড়ে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সোহাগ পল্লী পিকনিক স্পটের ব্যবস্থাপনা পরিচালক মো. জলিল উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঢাকার বিশেষ জজ আদালতে সংস্থাটির সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান চার্জশিট দাখিল করেন। সোমবার (২ ডিসেম্বর) দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

২০২৩ সালের ১২ সেপ্টেম্বর এ বিষয়ে মামলা দায়ের করেছিল দুদক।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার ‘সোহাগ পল্লী পিকনিক স্পট’র মালিক ও ব্যবস্থাপনা পরিচালক জলিল উদ্দিনের নামে ৩ কোটি ২০ লাখ ৪৫ হাজার ৭৭৪ টাকা স্থাবর ও ৩ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৯২ টাকাসহ মোট ৬ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ৮৬৬ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর সঙ্গে পারিবারিক ব্যয় ও ঋণ পরিশোধের টাকা যোগ করলে মোট ৮ কোটি ২ লাখ ৭১ হাজার ৮৯ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। যার মধ্যে ৪ কোটি ৮৭ লাখ ১৬ হাজার ৩৪ টাকার সম্পদের গ্রহণযোগ্য উৎস পাওয়া যায়। বাকি ৩ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ৫৫ টাকার সম্পদের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। যে কারণে মো. জলিল উদ্দিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগগ আনা হয়েছে।

অন্যদিকে তদন্তে মো. জলিল উদ্দিনের বিরুদ্ধে ৫ কোটি ৪৪ লাখ ৯১ হাজার ৭৪ টাকার সম্পদ গোপনের প্রমাণ পাওয়া গেছে। চার্জশিটে আসামির বিরুদ্ধে দুদক আইন ২৭ (১) ও ২৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।


thebgbd.com/NIT