মুন্সীগঞ্জের তিন উপজেলায় পাঁচ ইটভাটাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।
সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার শ্রীনগর, সিরাজদিখান ও গজারিয়া উপজেলায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিরাজদিখান উপজেলার ‘আব্দুল্লাহ ট্রেডার্স’ নামের ইটভাটায় বিধি বহির্ভতভাবে কার্যক্রম পরিচালনার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারার ১ (খ) উপধারার বিধানমতে এই ইটভাটার ম্যানেজারকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেয়া হয়। এছাড়াও ‘নিউ ফাইভ স্টার ব্রিকস’ নামের একটি ইটভাটাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।
শ্রীনগর উপজেলায় যথাযথ লাইসেন্স হালনাগাদ না থাকাসহ বিভিন্ন অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এওবি ব্র্যান্ডের ইটভাটাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হাবিব। এছাড়াও গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে ৫০ হাজার ও এক লাখ মোট দেড় লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ।
এ সময় জেলা পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনের তোয়াক্কা না করে ইটভাটাগুলো ইট জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি সাধন করছে। তাই জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে যোগ করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হাবিব।
thebgbd.com/NIT