ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশিদের রুম ভাড়া দেবে না ভারতের কোনো হোটেল

এক জরুরি সভায় তারা সিদ্ধান্ত নিয়েছে ২ ডিসেম্বর থেকে ত্রিপুরায় আগত বাংলাদেশি নাগরিকদের কোনো ধরনের হোটেল পরিষেবা দেয়া হবে না।
  • | ০৩ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশিদের রুম ভাড়া দেবে না ভারতের কোনো হোটেল সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বিক্ষোভকারীরা হঠাৎ আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে ভাঙচুর চালায়।

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় কোনো বাংলাদেশি পর্যটককে হোটেলের রুম ভাড়া না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার হোটেল মালিকরা।


সোমবার (২ ডিসেম্বর) অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।


এতে বলা হয়েছে, এক জরুরি সভায় তারা সিদ্ধান্ত নিয়েছে ২ ডিসেম্বর থেকে ত্রিপুরায় আগত বাংলাদেশি নাগরিকদের কোনো ধরনের হোটেল পরিষেবা দেয়া হবে না। সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। এসবের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

 

এদিকে, সোমবার দুপুরে ত্রিপুরার উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা এ হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

 

এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে যে, পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে বিক্ষোভকারীদের সেখানে ঢুকতে দেয়া হয়।’

 

‘এই প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে। পরিতাপের বিষয়, প্রাঙ্গণ (হাইকমিশনের) রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিল না’, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।


thebgbd.com/NIT