ঢাকা | বঙ্গাব্দ

বাতাস থেকে পানি সংগ্রহের নতুন পদ্ধতি

জাপানের ওসাকা মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বাতাস থেকে পানি সংগ্রহের একটি অনন্য পদ্ধতি উদ্ভাবন করেছেন।
  • | ০৩ ডিসেম্বর, ২০২৪
বাতাস থেকে পানি সংগ্রহের নতুন পদ্ধতি ফাইল ছবি

জাপানের ওসাকা মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বাতাস থেকে পানি সংগ্রহের একটি অনন্য পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা কাজ করতে সক্ষম মাত্র ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এ প্রযুক্তি বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় শুষ্ক অঞ্চল, দুর্যোগকালীন পরিস্থিতি এবং বিদ্যুৎ সংকটপূর্ণ এলাকায় বিশুদ্ধ পানি সংগ্রহকে সহজতর করবে।


গবেষক দলটি একটি বিশেষ পলিমার দ্রবণ তৈরি করেছেন, যা বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে এবং কম তাপমাত্রায় পানি ছাড়তে সক্ষম। এ পদ্ধতিতে প্রচলিত প্রক্রিয়ার তুলনায় ১০০ ডিগ্রির পরিবর্তে মাত্র ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় "ডিসর্পশন" সম্ভব হয়। এই ডিসর্পশন প্রক্রিয়ার মাধ্যমে শোষিত পানি উপাদান থেকে সহজেই বের করা যায়, যা প্রচলিত উপায়গুলোর চেয়ে বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।


গবেষণার নেতৃত্ব দিয়েছেন দাইসুকে ইকেগাওয়া, ড. আরিসা ফুকাতসু, ড. কেনজি ওকাদা এবং ড. মাসাহিদে তাকাহাশি। তাদের তৈরি তরল আর্দ্রতা-শোষক উপাদানটি একটি বিশেষ "র‌্যান্ডম কোপলিমার" ব্যবহার করে তৈরি করা হয়েছে। এতে দুই ধরনের অণু— পলিথিলিন গ্লাইকোল (PEG) এবং পলিপ্রোপিলিন গ্লাইকোল (PPG)—মিশ্রিত করা হয়েছে।


পলিথিলিন গ্লাইকোল অত্যন্ত দক্ষভাবে পানি শোষণ করতে পারে, আর পলিপ্রোপিলিন গ্লাইকোল তুলনামূলক কম পানি শোষণ করে। এ দুটি উপাদানের মিলিত কাজ পানির ক্লাস্টার ভেঙে কম তাপমাত্রায় শোষণ ও মুক্তি প্রক্রিয়াকে আরও সহজ করেছে।


গবেষণাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘এসিএস ইএসঅ্যান্ডটি ওয়াটার’ জার্নালে। গবেষকদের মতে, এই প্রযুক্তি শুধুমাত্র শুষ্ক অঞ্চলে নয়, বিদ্যুৎ সংকটপূর্ণ এবং দুর্যোগকালীন পরিস্থিতিতেও পানির অভাব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


ড. ফুকাতসু বলেন, আমাদের উদ্ভাবন শুষ্ক অঞ্চলে এবং জরুরি অবস্থায় পানি সরবরাহের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে।


বিশ্বব্যাপী বিশেষ করে শুষ্ক অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট বাড়ছে। বাতাস থেকে পানি সংগ্রহের এ সাশ্রয়ী ও কার্যকর পদ্ধতি ভবিষ্যতে পানির ঘাটতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


thebgbd.com/NIT