মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় তাকে মন্ত্রণালয়ে হাজির থাকতে বলা হয়েছে।
সম্প্রতি ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় দুদেশের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালায়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি ক্ষতিয়ে দেখতে তৎক্ষণাৎ কড়া বার্তা দিয়েছে ঢাকা।
thebgbd.com/AR