ঢাকা | বঙ্গাব্দ

ভারতকে অবশ্যই জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে: মাহফুজ আলম

মাহফুজ আলম মনে করেন, জুলাইয়ের গণজাগরণকে উপেক্ষা করে নতুন বাংলাদেশের ভিত্তি তৈরি করা হবে ভারত ও বাংলাদেশের সম্পর্কের জন্য ক্ষতিকর।
  • | ০৪ ডিসেম্বর, ২০২৪
ভারতকে অবশ্যই জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে: মাহফুজ আলম মাহফুজ আলম।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ভারতকে অবশ্যই জুলাইয়ের গণঅভ্যুত্থানের এবং ছাত্র-জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দিতে হবে। আজ বুধবার (৪ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে মতামত রাখার সময় এ বক্তব্য দেন তিনি।


মাহফুজ আলম মনে করেন, জুলাইয়ের গণজাগরণকে উপেক্ষা করে নতুন বাংলাদেশের ভিত্তি তৈরি করা হবে ভারত ও বাংলাদেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। তিনি উল্লেখ করেন, ভারতের সমর্থকগোষ্ঠী মনে করছেন যে, এই আন্দোলন উপেক্ষা করলেও কোনো সমস্যা হবে না। তবে তার ভাষায়, এটি একটি ভুল ধারণা। তিনি বলেন, মানুষ সবকিছু দেখছে!  


মাহফুজ আলম অভিযোগ করেন যে, ভারতীয় প্রতিষ্ঠানগুলো জুলাইয়ের গণঅভ্যুত্থানকে মিলিট্যান্ট, হিন্দু-বিরোধী এবং ইসলামপন্থীদের দখল বলে প্রচার করতে চেয়েছে। কিন্তু তাদের এই প্রচারণা ও উস্কানি ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, দুই দশক পর বাংলাদেশিরা তাদের গণতান্ত্রিক অধিকার উপভোগ করছে। সত্য প্রকাশ পেয়েছে এবং মিথ্যা চিরতরে ধ্বংস হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।  


মাহফুজ আলম ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভারতকে ’৭৫-পরবর্তী খেলার নিয়ম পরিবর্তন করতে হবে এবং নতুন বাংলাদেশের বাস্তবতা উপলব্ধি করতে হবে। তিনি আরও বলেন, এই আন্দোলন একটি গণতান্ত্রিক, প্রজন্মগত এবং দায়িত্বশীল সংগ্রামের প্রতিফলন, যা দীর্ঘ সময় ধরে চলবে।  


মাহফুজ আলমের ভাষায়, এবার বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং মর্যাদাশীল। তারা মর্যাদার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়বে।


thebgbd.com/NIT