ভারত ও মিয়ানমার থেকে এক লাখ ৫০ হাজার টন সিদ্ধ ও আতপ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে এক লাখ টন আতপ চাল ও ৫০ হাজার টন সেদ্ধ চাল রয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা।
বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম বৈঠকে পৃথক দুটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সরকার টু সরকার (জিটুজি) পর্যায়ে মিয়ানমারের রাইস ফেডারেশন থেকে এক লাখ টন আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছি সরকার। খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্য অধিদপ্তরের জন্য এ আতপ চাল কেনা হবে। এতে ব্যয় হবে ৬১৮ কোটি টাকা (সিডি ভ্যাট ব্যতীত)। প্রতি টন চালের দাম পড়বে ৫১৫ ডলার।
বৈঠকে চাল ছাড়াও সার, চিনি ও মসুর ডাল কেনা অনুমোদেন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন চলছে সেটি রাজনৈতিক, বাণিজ্যে এর প্রভাব পড়বে না।
thebgbd.com/NIT