‘পুষ্পা ২’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে আল্লু-রাশমিকাকে একবার দেখতে হুমড়ি খান দর্শক। মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়ায়। এবার ছবিটির প্রিমিয়ারে আল্ল অর্জুনকে দেখতে এসে পদপিষ্ট হয়ে মারা গেল মা ও শিশু।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (রাত ১২টায়) মুক্তি পায় আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা অভিনীত ছবি ‘পুষ্পা ২’। বুধবার রাতে হায়দরাবাদে এই ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়ে।
ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ। থিয়েটারের সামনে আল্লু অর্জুন এলে ভিড় আরও বেড়ে যায়। তাকে দেখতে গিয়ে অনুরাগীদের মধ্য়ে উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী ও শিশুর।
অনুরাগীদের ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে আল্লু অর্জুনও বেশিক্ষণ থিয়েটারের বাইরে দাঁড়িয়ে থাকতে পারেননি। চটজলদি থিয়েটার ছাড়েন তিনি। ভিড় উপচে পড়ে তার গাড়ির ওপরও।
২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তোলে আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রশ্মিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়।
thebgbd.com/NIT