ঢাকা | বঙ্গাব্দ

যেকোনো সময় কারামুক্তি সাবেক এসপি বাবুলের

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।
  • | ০৫ ডিসেম্বর, ২০২৪
যেকোনো সময় কারামুক্তি সাবেক এসপি বাবুলের এসপি বাবুল

এর ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 


আজ বুধবার (৪ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। পরে গণমাধ্যমকে বাবুলের আইনজীবী শিশির মনির বলেন, জামিন বহাল থাকায় বাবুল আক্তার আজই কারামুক্ত হচ্ছেন।


এর আগে, গত ২৭ নভেম্বর স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। পরে বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন তার শ্বশুর।


উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।  পরদিন বাবুল প্রথমে বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।


thebgbd.com/AR