ঢাকা | বঙ্গাব্দ

১০০ টাকায় মিলছে ব্যাগভর্তি সবজি

জয়পুরহাট শহরে সপ্তাহে দুই দিন ১০০ টাকায় ব্যাগভর্তি সবজি বিক্রি হচ্ছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৫ ডিসেম্বর, ২০২৪
১০০ টাকায় মিলছে ব্যাগভর্তি সবজি সংগৃহীত

জয়পুরহাট শহরে সপ্তাহে দুই দিন ১০০ টাকায় ব্যাগভর্তি সবজি বিক্রি হচ্ছে। বিজয়ের মাস উপলক্ষ্যে বাজারের অর্ধেকেরও কম দামে সবজি কিনতে পেরে সমাজের সব শ্রেণির মানুষ ভীষণ খুশি।


শহরের পাঁচবিবি সড়কের শিবমন্দির মার্কেটে ব্যক্তি উদ্যোগে চালু হওয়া রাজু বাবুর ‘একটু সুখের বাজার’ থেকে ১০ ধরনের তরকারির এই বিশেষ প্যাকেজ পাওয়া যাচ্ছে। যেখান দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বাজার চালু থাকে। নতুন আলু, বেগুন, মুলা, সিম, বরবটি, কাঁচা মরিচ, বাধাকপি, ফুলকপি, ধনেপাতা ও পালংশাকসহ নানা সবজি পাওয়া যায় মাত্র ১০০ টাকায়।


জানা গেছে, বাজারে বিভিন্ন কাঁচা সবজি স্তূপ করে রাখা হয়েছে, আর ক্রেতারা লম্বা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে সবজি কিনছেন। স্বেচ্ছাসেবকদের সহায়তায় উদ্যোক্তা রাজু বাবু এই বাজার পরিচালনা করছেন।


ক্রেতারা জানান, বাজারে নতুন আলু ১২০ টাকা কেজি হলেও এখানে ৫০০ গ্রাম আলুসহ আরও ৯ ধরনের সবজি পাচ্ছি মাত্র ১০০ টাকায়। এটা না হলে প্রায় ৩০০ টাকা লাগত।


উদ্যোক্তা রাজ কুমার খেতান ওরফে রাজু বাবু বলেন, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, শুধু সাধারণ মানুষকে সহায়তা করতেই ‘একটু সুখের বাজার’ চালু করেছি। বাজারে সিন্ডিকেট করে সবজির দাম বাড়ানো হচ্ছে। সেই সিন্ডিকেট ভাঙতেই আমি এ উদ্যোগ নিয়েছি। আশা করি, আমার দেখে আরও বিত্তবান এগিয়ে আসবেন। আগামী রমজান মাস পর্যন্ত এই কর্মসূচি চালানোর ইচ্ছে আছে। তখন ছোলা, খেজুর ও ফলমূলও সাশ্রয়ী দামে সরবরাহ করব।


জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেছেন, বাজারের অর্ধেক দামে সবজি বিক্রির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। এমন মহৎ উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোক্তাকে ধন্যবাদ জানানো হয়েছে।


thebgbd.com/NIT