ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ে ‘লাভ এডুকেশন’ চালু করবে চীন

সরকারকে উদ্বৃত করে চায়না নিউজ পাবলিকেশনের প্রতিবেদনে বলা হয়েছে, “আমরা দেশজুড়ে একটি স্বাস্থ্যকর এবং ইতিবাচক বিয়ে ও সন্তানজন্মদান সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়েছি।
  • অনলাইন ডেস্ক | ০৫ ডিসেম্বর, ২০২৪
বিশ্ববিদ্যালয়ে ‘লাভ এডুকেশন’ চালু করবে চীন সংগৃহীত

চীন জনসংখ্যার হার বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে ‘লাভ এডুকেশন’ বা প্রেম নিয়ে শিক্ষা প্রদানে আহবান জানিয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার।

চীনের রাষ্ট্রায়ত্ত দৈনিক জিয়াংসু সিনহুয়ার অধীন সংবাদমাধ্যম ও প্রকাশনা সংস্থা চায়না পপুলেশনি নিউজ মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। প্রতিবেদনটিতে সরকারকে উদ্বৃত করে বলা হয়েছে, “কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রমে লাভ এডুকেশনকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হচ্ছে। এই এডুকেশনের আওতায় যে কোর্সগুলো পড়ানো হবে, সেগুলোর প্রধান এবং একমাত্র লক্ষ্য থাকবে তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে এবং দাম্পত্য প্রেম সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনা।”

মূলত স্নাতক শিক্ষার্থীদের জন্য চালু করতে বলা হয়েছে এই কোর্স। চায়না নিউজ পাবলিকেশনের প্রতিবেদনে বলা হয়েছে, কলেজের জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে জনসংখ্যা এবং চীনের বর্তমান পরিস্থিতিতে কেন প্রেম-বিয়ে এবং সন্তান জন্মদান জরুরি— এ বিষয়ে ধারণা প্রদান করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

সরকারকে উদ্বৃত করে চায়না নিউজ পাবলিকেশনের প্রতিবেদনে বলা হয়েছে, “আমরা দেশজুড়ে একটি স্বাস্থ্যকর এবং ইতিবাচক বিয়ে ও সন্তানজন্মদান সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়েছি। সেই লক্ষ্যেরই একটি অংশ এই লাভ এডুকেশন।”


thebgbd.com/NIT