ঢাকা | বঙ্গাব্দ

৬ ব্যাংকের এলসি মার্জিন শিথিল

বাংলাদেশ ব্যাংক শরিয়াভিত্তিক ছয়টি ব্যাংকের আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে মার্জিনের শর্ত শিথিল করেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ ডিসেম্বর, ২০২৪
৬ ব্যাংকের এলসি মার্জিন শিথিল ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক শরিয়াভিত্তিক ছয়টি ব্যাংকের আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে মার্জিনের শর্ত শিথিল করেছে। এত দিন শতভাগ নগদ মার্জিনের শর্ত প্রযোজ্য ছিল, তবে এখন থেকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার নির্ধারণ করা যাবে।  


গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ নির্দেশনা জানিয়েছে। এসব ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক।   


এস আলম গ্রুপের কঠোর নিয়ন্ত্রণে থাকা এই ছয় ব্যাংক গত কয়েক বছরে বেশ কিছু বিধি-নিষেধের আওতায় ছিল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর কেন্দ্রীয় ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করতে এই ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দেয় এবং ঋণ বিতরণসহ বিভিন্ন খাতে কঠোর নির্দেশনা জারি করে।  


পূর্বে আরোপিত বিধি-নিষেধের মধ্যে উল্লেখযোগ্য ছিল শতভাগ নগদ মার্জিনের শর্ত, নির্দিষ্ট খাত ব্যতীত নতুন বিনিয়োগ নিষিদ্ধ, শীর্ষ ২০ ঋণগ্রহীতার মাসিক কিস্তি আদায়ের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়ার বাধ্যবাধকতা, পাঁচ কোটি টাকার বেশি বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন।  


বিলাসবহুল পণ্যের জন্য মার্জিন শর্ত বহাল

নতুন নির্দেশনায় বিলাসবহুল পণ্য আমদানির ক্ষেত্রে শতভাগ মার্জিনের শর্ত বহাল রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে মোটরগাড়ি, ইলেকট্রনিক গৃহস্থালি ও অফিস সামগ্রী, স্বর্ণ ও মূল্যবান ধাতু, বিলাসবহুল আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় (যেমন: জুস, চকোলেট, সফট ড্রিংকস) এবং তামাক ও তামাকজাত পণ্য।


thebgbd.com/NIT