রেকর্ড পারিশ্রমিকে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াকে চায় লিগটির অন্যতম শীর্ষ ক্লাব আল-ইত্তিহাদ। আগামী গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে আল-ইত্তিহাদ রাফিনিয়াকে তাদের দলে ভেড়াতে চায় বলে খবর প্রকাশ করেছে ট্রান্সফার উইন্ডোর অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম ফিচাহেজ। খবরে তারা জানিয়েছে, রেকর্ড চুক্তির মাধ্যমে রাফিনিয়াকে দলে ভেড়ানোর লক্ষ্যে রয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদ।
এই ব্রাজিলিয়ানকে বিশ্বের সবচেয়ে খেলোয়াড় করতে চায় তারা। তবে টাকার অঙ্ক জানাতে পারেনি তারা। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেও চেষ্টা চালাবে দলটি। তবে রাফিনিয়ার মতো তারকা খেলোয়াড়দের মৌসুমের মাঝে পাওয়া অসম্ভবই। যে কারণে গ্রীষ্মেই বড় প্রস্তাব নিয়ে হাজির হতে পারে তারা।
৫৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ২০২২ সালের জুলাইয়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। গত মৌসুমটা সুবিধা করতে না পারলেও এই মৌসুমে দারুণ কাটছে তার। ২১ ম্যাচেই করেছেন ১৬টি গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০টি গোল রেছেন।
রিয়াল মাদ্রিদ থেকে গত বছর করিম বেনজেমাকে দলে নেয় আল-ইত্তিহাদ। তবে প্রত্যাশিত সাফল্য মিলেনি। প্রায় সব শিরোপাই গিয়েছে অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলালের ঘরে। তবে চলতি মৌসুমে দারুণ খেলছে আল-ইত্তিহাদ। প্রো লিগের ১২ রাউন্ড শেষে শীর্ষে আছে তারা। তবে শীর্ষস্থান মজবুত করতে এরমধ্যেই শক্তি বাড়ানোর দিকে তাগিদ দিচ্ছে ক্লাবটি।
thebgbd.com/NIT