কারা কর্তৃপক্ষের কাছে খবর আসে ভেতরেই এক বন্দির কাছে মোবাইল রয়েছে। এমন খবরে কারা কর্তৃপক্ষ তল্লাশি চালিয়ে গর্তে লুকানো একটি চার্জার উদ্ধার করতে পারলেও অনেক খোঁজাখুঁজির পরও ফোনটি পাওয়া যায়নি। তবে চার্জার উদ্ধারের কারণে মোবাইল ফোনের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ায় কর্তৃপক্ষ আরও খোঁজাখুঁজি শুরু করে।
একপর্যায়ে পেটের ভেতর মোবাইল রয়েছে এমন সন্দেহে হাসপাতাল কর্তৃপক্ষ রবি বারিয়া (৩৩) ওই কয়েদিকে এক্সরে ও আলট্রাসনোগ্রাফি করতে হাসপাতালে পাঠায়। সেখানেই ধরা পড়ে কয়েদি রবি তার পায়ুপথে মোবাইল লুকিয়ে রেখেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতের গুজরাট রাজ্যের ভাবনগর জেলে এমন ঘটনা ঘটে।
এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। কারাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত কত দিন ধরে, কী কাজে মোবাইলটি ব্যবহার করছেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
জেল সুপার এল এম রাঠোর স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এক্স-রে রিপোর্টে দেখা গেছে যে তার পায়ুপথে একটি মোবাইল রয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা নীলাম্ববাগ থানায় এই অভিযুক্তের বিরুদ্ধে জেলে বৈদ্যুতিক সামগ্রী পাচারের জন্য একটি মামলা করব। কীভাবে এই মোবাইল পেলেন তাও খতিয়ে দেখা হবে।
thebgbd.com/NIT