উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকল্প দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন বিনিয়োগকারী বিদ্যুতের দাম বাড়িয়েছে।
এসময় শিল্পের গ্যাস সংকট কাটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি। ফাওজুল কবির খান বলেন, ভোলায় মজুত থাকা ৭০ এমএমসিএফডি গ্যাস উন্মুক্ত করে দেয়া হবে। ব্যবসায়ীরা চাইলে সেই গ্যাস নিতে পারবেন।
thebgbd.com/NIT