ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৭ ডিসেম্বর, ২০২৪
চট্টগ্রাম বিমানবন্দরে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। স্বর্ণালংকারের মধ্যে ছিল চুড়ি, চেইন এবং হোয়াইট গোল্ড সদৃশ চেইন।


যাত্রীরা হলেন- ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী এবং চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।


শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর পরিচালকের নির্দেশে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দারা যৌথ অভিযানে এ স্বর্ণালংকার জব্দ করেন।


অনামিকা জুথী দুই হাতে চুড়ি স্কচ টেপ দিয়ে বাঁধা অবস্থায় বহন করছিলেন। গলায় এবং হাতব্যাগে সুকৌশলে লুকিয়ে রাখা চেইনসহ অন্যান্য স্বর্ণালংকারও জব্দ করা হয়।


দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-148 ফ্লাইটে তারা চট্টগ্রামে পৌঁছান। তবে যাত্রীরা মূলত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ভ্রমণ করছিলেন।


অ্যাভিয়েশন নিয়ম অনুযায়ী, তাদের একই ফ্লাইটে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। পরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এনএসআই এবং শুল্ক গোয়েন্দা টিমের কাছে হস্তান্তর করা হয়।


thebgbd.com/NIT