রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত একটি ৪ তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (৭ ডিসেম্বর) এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ারসার্ভিসের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান সিরাজ।
তিনি বলেন, প্রথমে আগুনের অবস্থা ভয়াবহ হলেও ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেছেন তিনি।
thebgbd.com/NIT