ঢাকা | বঙ্গাব্দ

বার্সার পয়েন্ট খোয়ানোর রাতে রিয়ালের জয়

আবারও পয়েন্ট খোয়াল বার্সেলোনা। মায়োর্কাকে উড়িয়ে জয়ে ফিরলেও এবার রিয়াল বেতিসের কাছে আটকে গেছে তারা।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ ডিসেম্বর, ২০২৪
বার্সার পয়েন্ট খোয়ানোর রাতে রিয়ালের জয় সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বীদের হতাশার দিনে রিয়াল মাদ্রিদ পেয়েছে স্বস্তির জয়। আগের রাউন্ডে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারা রিয়াল গতকাল হারিয়েছে জিরোনাকে। 


শনিবার রাতে লা লিগায় রিয়াল বেতিসের ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। আর জিরোনাকে তাদের মাঠে ৩-০ গোলে হারিয়ে এসেছে রিয়াল। 


বেনিতো ভিলামারিনে ম্যাচে দুইবার বার্সা এগিয়ে গেলেও, দুইবারই নিজেদের ব্যর্থতায় আবার বেতিস ফেরে সমতায়। ৩৯ মিনিটে রবার্ট লেভানডফস্কির গোলে বার্সা এগিয়ে যাওয়ার পর ৬৮ মিনিটে পেনাল্টি থেকে জিওভানি লো সেলসো সমতায় ফেরায় স্বাগতিকদের। এরপর লামিন ইয়ামালের দুর্দান্ত এক পাস থেকে ৮২ মিনিটে ফেরান তোরেস এগিয়ে নেন কাতালানদের। তবে ইনজুরি সময়ে আসানে দিয়াওয়ের অনবদ্য এক গোলে সমতায় থেকেই শেষ হয় ম্যাচ। 


এদিকে, আরেক কাতালান ক্লাব জিরোনার বিপক্ষে হেসেখেলেই জিতেছে রিয়াল। প্রথমার্ধে জুড বেলিংহামের গোলে এগিয়ে যাওয়ার পর ৫৫ মিনিটে আর্দা গুলের এবং ৬২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে স্কোরশিটে নাম তুললে বড় জয় নিশ্চিত হয় লস ব্লাঙ্কোসদের।


thebgbd.com/AR