জুড বেলিংহ্যাম, আরদা গুলার ও কিলিয়ান এমবাপের গোলে জিরোনাকে উড়িয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।
প্রথমার্ধে বেলিংহ্যাম দলকে এগিয়ে নেওয়ার পর তার পাস থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান আরদা গুলার। তৃতীয় গোলটি করেন এমবাপে।
আগের ১১ ম্যাচের পাঁচটিতেই হার, রিয়াল ও কোচ আনচেলত্তির সমালোচনা হচ্ছিল অনেক। এই জয় তাদের জন্য তাই বড় স্বস্তির।
মাচের ৩৬তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা।
ছুটে গিয়ে জোরাল শটে জালে পাঠান বেলিংহ্যাম। লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেলেন এই ইংলিশ মিডফিল্ডার।
৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। অধিনায়ক লুকা মদ্রিচের পাস মাঝমাঠে পেয়ে থ্রু বল বাড়ান বেলিংহ্যাম।
প্রতিপক্ষের দুজনের মাঝ দিয়ে ক্ষিপ্র গতিতে বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন গুলার।
৬২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সবশেষ তিন ম্যাচে দুটি পেনাল্টি মিস করা এমবাপে। মদ্রিচের পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান ফরাসি তারকা। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের গোল হলো ১১টি, যার ৯টি লা লিগায়।
১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল।
১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জিরোনা আছে আট নম্বরে।
thebgbd.com/NIT