আজ রোববার (৮ ডিসেম্বর) টেস্টের তৃতীয় দিনে স্বাগতিকদের ৩২৩ রানে হারিয়ে এক টেস্ট হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা।
কুক স্ট্রেইট থেকে আসা তীব্র বাতাস ওয়েলিংটনের বেসিন রিজার্ভে গর্জে উঠেছিল, কিন্তু সেগুলো ইংল্যান্ডের পথ রোধ করতে পারেনি। মাত্র তিন দিনের মধ্যেই নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে, ২০০৭-০৮ সালের পর নিউজিল্যান্ডে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতলো ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের জন্য টেস্টে দুটি কঠিন লক্ষ্য ছিল, ৫৮৩ রান তোলা অথবা প্রায় ৯টি সেশন টিকে থাকা। তবে কোনো লক্ষ্যই তাদের পক্ষে সহজ ছিল না, বিশেষ করে ইনিংসের প্রথম ১৪ ওভারের মধ্যেই চার উইকেট হারানোর পর। টম ব্লান্ডেলের দুর্ধর্ষ সেঞ্চুরি কিছুটা সম্মান রক্ষা করলেও পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড অল আউট হয় ২৫৯ রানে। এই ইনিংসে ৩ উইকেট নেন বেন স্টোকস। দুটি করে উইকেট পকেটে পোরেন ক্রিস ওকস, শোয়েব বশির এবং ব্রেডন কার্স।
thebgbd.com/AR