ইউরোপা লিগে রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগ । ফাইনালে উঠতে আতালান্তার বিপক্ষে লড়বে মার্শেই। প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। আরেক ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকা লেভারকুসেনের প্রতিপক্ষ রোমা। দুটো ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১ টায়।
।ঘরের মাঠ বে অ্যারেনায় রোমার বিপক্ষে শুধু ফাইনালে উঠার লড়াই নয়, ইতিহাসের হাতছানি বায়ার লেভারকুসেনের সামনে। টানা ৪৮ ম্যাচে অপরাজিত জাভি আলোনসোর দল।
এ ম্যাচ জিতলে নাম তুলবে রেকর্ডবুকে। ভেঙে ফেলবে ইউরোপীয় ক্লাব ফুটবলে বেনফিকার ৫৯ বছরের পুরনো রেকর্ড।
সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলের জয়ে এমনিতেই ফাইনালের পথে এগিয়ে লেভারকুসেন। তবে ঘুরে দাঁড়াতে মরিয়া রোমা। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও অ্যাওয়ে ম্যাচে তাদের জন্য কাজটা খুব কঠিন।
এদিকে, চ্যাম্পিয়নস লিগে ম্যানুয়েল নয়্যারের ভুল কাজে লাগিয়ে সান্তিয়াগো বার্নাবুতে হোসেলু বীরত্ব। বদলি নেমে জোড়া গোল করে বনে যান নায়ক। সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-৩।