থার্টি ফার্স্ট নাইটে ঢাকাসহ সারাদেশের বার বন্ধ থাকবে বলে জানিয়ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি আরও বলেন, এদিন রাতে ফানুস ওড়ানো যাবে না, আতসবাজিও ফুটানো যাবে না।
আজ রোববার (৭ ডিসেম্বর) বড়দিনের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে এখন এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, সরকারের চারমাসে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে। এটা এখন দেশের মানুষই টের পাচ্ছে।
এখন থেকে বাংলাদেশে কোনো অবৈধ বিদেশি নাগরিক থাকতে পারবে না জানিয়ে তিনি আরও বলেন, এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
thebgbd.com/NIT