ঢাকা | বঙ্গাব্দ

প্রিন্স উইলিয়ামের সঙ্গে ট্রাম্পের সাক্ষাত

কেনসিংটন প্যালেস থেকে দেওয়া এক বিবৃতিতে এই বৈঠকটিকে ‘উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছে।
  • অনলাইন ডেস্ক | ০৮ ডিসেম্বর, ২০২৪
প্রিন্স উইলিয়ামের সঙ্গে ট্রাম্পের সাক্ষাত প্রিন্স উইলিয়াম ও ডোনাল্ড ট্রাম্প।

পাঁচ বছর আগে আগুনে বিধ্বস্ত হওয়া নটর-ডেম ক্যাথেড্রালের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্যারিসে আগত বিশ্বনেতাদের সঙ্গে যোগ দেন প্রিন্স উইলিয়াম। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রিন্স অফ ওয়েলসের সাক্ষাৎ হয়। পরে তারা একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হন।


অনুষ্ঠানে করমর্দন করার পর, নবনির্বাচিত প্রেসিডেন্ট ব্রিটিশ যুবরাজকে ‘ভালো মানুষ’ হিসেবে বর্ণনা করে বলেন, তিনি ‘অসাধারণ কাজ’ করেছেন। ট্রাম্প এবং ফার্স্ট লেডির সঙ্গে বৈঠকে প্রিন্স উইলিয়াম ইউএস-ইউকে ‘বিশেষ সম্পর্কের’ গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন বলে ধারণা করা হচ্ছে।


এর আগে, ক্যাথেড্রালের অনুষ্ঠানে রাজকুমারকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প করমর্দন করেন এবং কয়েক সেকেন্ড কথা বলা বলেন। তাদের সর্বশেষ দেখা হয় ২০১৯ সালে যখন তৎকালীন রাষ্ট্রপতি ট্রাম্প যুক্তরাজ্যে একটি রাষ্ট্রীয় সফর আসেন। 


উইলিয়াম এবং ট্রাম্প প্যারিসে ব্রিটিশ রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক করেন। বৈঠকের মূল বিষয় সম্পর্কে তেমন কিছু জানা না গেলে প্রিন্স উইলয়ামের বাসভবন কেনসিংটন প্যালেস থেকে দেওয়া এক বিবৃতিতে এই বৈঠকটিকে ‘উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছে।


প্রায় ৪০ মিনিট চলা বৈঠিকে উইলিয়াম এবং ট্রাম্প বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন তবে যুক্তরাজ্য-মার্কিন বিশেষ সম্পর্কের গুরুত্বের উপর দৃষ্টি নিবদ্ধ করেছেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রয়াত রানীর কিছু উষ্ণ এবং প্রিয় স্মৃতিও ব্রিটিশ যুবরাজের সঙ্গে শেয়ার করেছেন, যার জন্য উইলিয়াম ‘অত্যন্ত কৃতজ্ঞ’। 


সূত্র: বিবিসি


এসজেড