সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করার পর বিদ্রোহীরা ইরানের দূতাবাসে হামলা চালিয়েছে। রোববার (৮ ডিসেম্বর) ইরানের ইংরেজি ভাষার প্রেস টিভির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসলামপন্থি বিদ্রোহীরা তেহরানের মিত্র বাশার আল-আসাদের পতনের ঘোষণা করার পরে তারা দামেস্কে ইরান দূতাবাসে হামলা চালায়।
রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ‘দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার পর অজ্ঞাত ব্যক্তিরা ইরানি দূতাবাসে হামলা করেছে।’
সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা যায়, দূবাতাসের সামনে নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং নিহত ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানির একটি ব্যানার টাঙ্গানো ছিল যা হামলায় ছিঁড়ে গেছে।
এর আগে বিদ্রোহীরা আসাদকে উৎখাত করার লক্ষ্য নিয়ে দামেস্ক দখল করে। গত কয়েকদিন আগে সিরিয়ার উত্তর-পশ্চিমে ইদলিবে তাদের ঘাঁটি থেকে বেরিয়ে আসাদের বিরুদ্ধে অভিযান শুরু করে বিদ্রোহীরা। মাত্র ১০ দিনের মধ্যে তারা সিরিয়ার ইতিহাস বদলে দেয়।
একে একে আলেপ্পো, হামা, হোমসসহ বেশ কয়েকটি শহর দখল করে। রোববার ( ৮ ডিসেম্বর) রাজধানী দামেস্কোর নিয়ন্ত্রণ নেয়ার পর প্রেসিডেন্ট বাশার আল- আসাদ অজ্ঞাত স্থানে পালিয়ে যান।
thebgbd.com/NIT