বিদ্রোহী বাহিনী রাজধানী দামেস্কের উপকণ্ঠে পৌঁছানো মাত্র পরিবার নিয়ে বিমান ওঠেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বিমানের গন্তব্য কোথায় ছিল সেটি জানা যায়নি পুরো একটাদিন। অবশেষে জানা গেছে পরিবারসহ বাশার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ক্রেমলিনের বরাতে এই তথ্য প্রকাশ করেছে।
খবরে আরও বলা হয়, ক্রেমলিন এরই মধ্যে আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দানের বিষয়টি নিশ্চিত করেছে। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, তাদের কাছে এ ধরনের কোনও তথ্য এখনও আসেনি এবং তারা বিষয়টি সম্পর্কে নিশ্চিত নয়।