ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের দখলে সিরিয়ার গোলান বাফার জোন

বাফার জোন সংলগ্ন কুইনেত্রা প্রদেশের সেনাঘাটি থেকে সিরিয়ার সরকারি বাহিনী নিজেদের প্রতাহার করে নিয়েছে।
  • | ০৯ ডিসেম্বর, ২০২৪
ইসরায়েলের দখলে সিরিয়ার গোলান বাফার জোন গোলান বাফার জোন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার সামরিক বাহিনী ‘অস্থায়ীভাবে’ গোলান হাইটসের ‘ডিমিলিটারিজড’ (সেনা থাকতে পারবে না) বাফার জোনের নিয়ন্ত্রণ দখল করেছে। নেতানিয়াহু বলেন, বিদ্রোহীরা দেশ দখল করে নেওয়ায় সেই অংশটি নিয়ে সিরিয়ার সরকারের সঙ্গে হওয়া ১৯৭৪ সালের সমঝোতা চুক্তির ‘পতন’ হয়েছে।


তিনি আরও বলেছেন, তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) গোলানের ইসরায়েল-অধিকৃত অংশ থেকে বাফার জোনে প্রবেশ করতে এবং ‘প্রয়োজনীয় নিয়ন্ত্রণ গ্রহণের’ নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু বলেন, ‘আমাদের সীমান্তে নিজেদের অবস্থান শক্ত করতে সক্ষম এমন কোনও হুমকি তৈরি হতে দেব না।’


যুক্তরাজ্য ভিত্তিক নিরাপত্তা সংস্থা ওয়ার মনিচর জানিয়েছে,  বাফার জোন সংলগ্ন কুইনেত্রা প্রদেশের সেনাঘাটি থেকে সিরিয়ার সরকারি বাহিনী নিজেদের প্রতাহার করার কিছু সময় পরেই ইসরায়েলি সেনাদের দুটি বহর ওই অঞ্চলে প্রবেশ করে। আইডিএফ পরে সেখানকার অন্তত পাঁচটি গ্রামে মাইকিং করে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যেন ঘর থেকে বের না হয়।


সূত্র: বিবিসি


এসজেড